রাউজান বন্ধুসভার পাঠচক্র
উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের শীলানন্দ পাঠাগারে পাঠচক্র করেছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। ৮ অক্টোবর অনুষ্ঠিত এই পাঠচক্রে বন্ধুরা নিজেদের পছন্দের বই থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দশ হাজারের বেশি বইয়ের সমাহারের পাঠাগারটির মাঝখানে গোল চক্রাকারে বসেন অতিথি ও বন্ধুরা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া।
শুরুতেই বই নিয়ে আলোচনা করেন শীলানন্দ পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক নান্টু বড়ুয়া। অন্যদের মধ্যে আলোচনা করেন কালচারাল পার্কের সদস্য প্রকৌশলী তপন কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লালনব্রতি দিলিপ বড়ুয়া, সাবেক সেনা কর্মকর্তা এবং লেখক সোমদত্ত বড়ুয়া, নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, মেঘনা ব্যাংক নোয়াপাড়া পথেরহারহাট শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কবি কাজী শিহাবুদ্দিন, সহসভাপতি জিয়াউর রহমান ও প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন।
পাঠচক্রে আরও অংশ নেন বন্ধু নুরুল ইসলাম, বকুল বড়ুয়া, মীর মুহাম্মদ আবু তাহের, রিপা আকতার, ইমন দাশ, পাভেল চৌধুরী, কামরুল হক সবুজ, শানীন তালুকদার, জুয়েল সিকদার, তাসলিমা আকতার, আকলিমা আকতার, সাবরিনা মাহবুব চৌধুরী, সিদরাতুল মুনতাহা, শাওরিন মজুমদার, গোলামুন্নবী ইরফান, ঝর্ণা বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, অন্তর বড়ুয়া, আইরিন মজুমদার ও নওরিন মজুমদার।
সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা