শুরু হলো বন্ধুসভার ‘প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা’

বন্ধুসভার ‘প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা’

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ‘প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা’। ৬ জুলাই রাত সাড়ে আটটায় অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে প্রথম দিনের ক্লাস অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। এ সময় তিনি বাংলা ভাষার ক্ষেত্রে প্রমিত উচ্চারণের গুরুত্ব তুলে ধরেন। তার আগে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।

এদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সোলায়মান কবীর।

সপ্তাহে দুই দিন করে এক মাসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ক্লাস চলবে।

প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও নাট্যনির্দেশক মীর বরকত; আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও হরবোলার সভাপতি মজুমদার বিপ্লব; কবি, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হাসিনা মোস্তাফিজ ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সাইদুল হাসান।