ভৈরবের গজারিয়া আশ্রয়ণ প্রকল্পে বন্ধুদের বৃক্ষরোপণ

গজারিয়া আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষের চারা নিয়ে যাওয়ার পর স্থানীয়দের সঙ্গে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনাস খান

‘বাজান, তোমরা গাছ নিয়া আইছ আমাগো লাইগ্যা! অনেক ভালা হইছে’—বন্ধুদের হাতে গাছ দেখে কাঁপা কণ্ঠে বলছিলেন লিপি বেগম। ২ সেপ্টেম্বর তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ভৈরব বন্ধুসভার একদল তরুণ-তরুণী উপজেলার গজারিয়া আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষ নিয়ে হাজির হন। প্রকল্পটি নির্মিত হয়েছে খুব বেশি দিন হয়নি, এখানে গাছের খুবই দরকার ছিল। আর তাই বন্ধুরা বৃক্ষরোপণের জন্য জায়গাটি বেছে নেন।

গাছের চারা রোপণ
ছবি: আনাস খান

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এখন থেকে এই গাছগুলো আপনাদের, এর যত্ন নেওয়ার দায়িত্বও আপনাদের।’ এদিন ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ৫০টি চারা রোপণ করা হয়। এই কাজে সহযোগিতা করেন ভৈরব বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক এরফান হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সাইফ রহমান এবং কার্যনির্বাহী সদস্য ইকরাম বখশ।

সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, ‘বন্ধুসভা বছরব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। বৃক্ষরোপণ কর্মসূচিও উচ্ছ্বাসের সঙ্গে আয়োজন করে থাকেন বন্ধুরা।’

ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনাস খান

কর্মসূচি বাস্তবায়নের জন্য করা হয় সাত সদস্যের একটি কমিটি। কমিটির সদস্যসচিব মহিমা মেধা জানান, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রায় সব বন্ধু স্বতঃস্ফূর্তভাবে সাধ্যমতো অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এটি ছিল বাড়তি পাওয়া ও প্রেরণার জায়গা।

কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সভাপতি নাহিদ হোসাইন, কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা, অর্থ সম্পাদক মানিক আহমেদ, ম্যাগাজিন সম্পাদক রাহিম আহমেদ, জেন্ডার ও সমতা সম্পাদক তানশি নাহার, দপ্তর সম্পাদক আনাস খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাসেল রাজসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা