জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠের আসর করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৮ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
মূল আলোচক ছিলেন লেখক ও গবেষক ইমাম মেহেদী। তিনি বলেন, ‘লেখক জীবনানন্দের অনবদ্য সেরা সৃষ্টি হলো “বনলতা সেন” কাব্যগ্রন্থ। “বনলতা সেন” এই কাব্যগ্রন্থের নামকবিতা। গ্রন্থের নাম যেমন সুন্দর, তেমনি প্রতিটি কবিতাও অসাধারণ পাঠযোগ্য।’
আজ হতে হাজার বছর পরেও আমরা নিশ্চিত বনলতা সেনকে খুঁজে ফিরে বেড়াব। ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের কবিতা শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেরও অমর সৃষ্টি। কবি হিসেবে পরিচিত হলেও জীবনানন্দ দাশের ছোটগল্প, প্রবন্ধ ও উপন্যাসও অসাধারণ রচনাশৈলী।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শাহেদ বিন রেজা কবির ‘কুড়ি বছর পরে’ কবিতার ইংরেজি অনুবাদ ‘After Twenty Years’ আবৃত্তি করেন। ‘বনলতা সেন’ আবৃত্তি করেন ম্যাগাজিন সম্পাদক তিলোত্তমা বিশ্বাস। ছিল কাব্যগ্রন্থ সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব।
সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর কুষ্টিয়ার বিজ্ঞাপন প্রতিনিধি রুহুল আমিন ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কবিরুল ইসলাম। তাঁরা পাঠচক্র নিয়মিত করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক আহাদ হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শিহাব উদ্দিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিমি আক্তার, বইমেলা সম্পাদক রাসেল প্রামাণিক, বন্ধু শামীমা ইয়াসমিন, নাজনীন নাহার, সামিউ আক্তার, হোসাইন মাহমুদ, হোসাইন মোহাম্মদ, সুরুজ আলীসহ অন্যরা।
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা