শিশুদের নিয়ে রংপুর বন্ধুসভার ফল উৎসব

রংপুর বন্ধুসভার ফল উৎসবছবি: বন্ধুসভা

স্টেশনের শিশুদের নিয়ে রংপুর বন্ধুসভা আয়োজন করেছে ফল উৎসব। ৫ জুলাই বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

থালায় ফল সাজানোর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। এরপর শিশুদের চেনানো হয় বাহারি ফলের নাম এবং এসব ফলের উপকারিতা। ছিল আম, কাঁঠাল, পেয়ারা, ডেউয়া, লটকন, জামরুল, জাম্বুরা, কামরাঙা, করমচা, আমড়া, আনারসসহ ১৪ রকমের ফল।

রংপুর বন্ধুসভার ফল উৎসব।

সভাপতি সোহেলী চৌধুরী বলেন, ‘শিশুদের মুখের হাসিই এ উৎসবের সফলতা। তাদের ফলের নাম বলা নিয়ে এত কৌতূহল দেখেই ভালো লেগেছে। রংপুর বন্ধুসভা নিয়মিত এমন আয়োজন করে যাবে।’

শেষে গান পরিবেশনের মধ্য দিয়ে ফল উৎসবের সমাপ্তি হয়। রংপুর বন্ধুসভার নিজস্ব অর্থায়নে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা