প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে নতুন বস্ত্র বিতরণ উৎসব করেছে নোবিপ্রবি বন্ধুসভা। উৎসবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কর্মরত কর্মচারীদের পরিবারের শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন বন্ধুরা। ২৩ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়।
পোশাক বিতরণের সময় প্রতিটি শিশুর মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। জিসান নামের এক শিশু বলে, ‘জামাকান মেলা সোন্দর অইসে। ইয়ান হড়ি আঁই ইস্কুলে যামু।’
আরেক শিশু বলে, ‘নোয়া জামা হাই আইজগা আঁর মেলা ভাল্লাগের।’
আরও এক শিশু জানায়, সে নিয়মিত স্কুলে যায় এবং এ বছর সে তার ক্লাসে প্রথম হয়েছে।
নতুন পোশাক দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। শিশুদের পড়াশোনায় আরও বেশি আগ্রহী করতে এবং তাদের শিক্ষাজীবনকে সহজতর করতে নোবিপ্রবি বন্ধুসভা ঘোষণা দেয় যে তারা চারজন শিশুর মাধ্যমিক পর্যন্ত যাবতীয় শিক্ষা উপকরণের খরচ বহন করবে।
উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে একজন ছিল বিশেষ চাহিদাসম্পন্ন। যার উপস্থিতি পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। নতুন পোশাক হাতে পেয়ে তার মুখে যে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, তা বন্ধুদের হৃদয় ছুঁয়ে যায়।
নোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিন সুলতানা বলেন, ‘মানুষের জন্য কিছু ভালো কাজ করলে ভেতর থেকে যে আত্মতৃপ্তি আসে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এ এক অনন্য অনুভূতি।’
অর্থ সম্পাদক সানজিদ মুনতাসির বলেন, ‘যখন আমরা শিশুদের মুখে হাসি দেখতে পেলাম, তখন মনে হলো আমাদের সব পরিশ্রম সার্থক।’
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা