রস উৎসব ও পাঠচক্র

রস উৎসব ও পাঠচক্র
ছবি: বন্ধুসভা

শীতের সকাল। চারদিক কুয়াশায় আচ্ছন্ন। এর মধ্যে গাছ থেকে সংগ্রহ করা তরতাজা খেজুরের রস হলে মন্দ হয় না। পাশাপাশি পাঠের আসর হলে তো সোনায় সোহাগা!

গতকাল শনিবার এমনই পরিবেশে নবগঙ্গা নদীর তীরসংলগ্ন পৌর ইকো পার্কে ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুদের নিয়ে আয়োজন করা হয় ‘রস উৎসব ও পাঠচক্র’। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে আসরটি।

নবগঙ্গা নদীর তীরসংলগ্ন পৌর ইকো পার্কে ঝিনাইদহ বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি ইতি সেলিনা। এরপর বন্ধুদের মধ্যে খেজুরের রস বিতরণ করা হয়। রস পান শেষে শুরু হয় নিয়মিত আয়োজন পাঠচক্র। এবারের বিষয় ছিল সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ‘লালসালু’ উপন্যাস।

পাঠচক্র শেষে বন্ধুরা উপন্যাসটি সম্পর্কে মুক্ত আলোচনায় অংশ নেন। আবদুল ওহাব বলেন, উপন্যাসটিতে ধর্মীয় কুসংস্কারের দিকগুলো যথাযথভাবে ফুটে উঠেছে। আনোয়ার ফিরোজ বলেন, প্রগাঢ় অন্ধবিশ্বাস যেন ‘লালসালু’ উপন্যাসেরই প্রতিফলন।’ ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি আবু রেজা ইমরান রস খাওয়ার অভিজ্ঞতা ও উপন্যাস সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা