চিত্রাঙ্কনে ফুটে উঠল শিশুদের স্বপ্নের জগৎ

ছবি আঁকায় মনোযোগী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা
ছবি: সৌরভ দাশ

শিল্পকলা একাডেমির মূল মঞ্চে তখন চলছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। আর বাইরে মুক্তমঞ্চে শিশুদের ছবি আঁকার উৎসব। একচিলতে রোদে বসে রংতুলির আঁচড়ে শিশুরা ফুটিয়ে তুলছে নিজেদের স্বপ্নের জগৎ। জলবায়ু পরিবর্তন, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ নানা বিষয়বস্তু উঠে আসে শিশুদের তুলির আঁচড়ে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে ইউএনডিপি ও প্রথম আলো আয়োজিত ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে অনুষ্ঠানের চিত্র এটি। এ অনুষ্ঠান আয়োজন করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও সহযোগী হিসেবে ছিল চট্টগ্রাম বন্ধুসভা। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ছাড়াও ছিল শোভাযাত্রা, আলোচনা পর্ব, তথ্যচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসবে সবাই। সমাজের প্রত্যেক মানুষ হবে মননশীল, প্রগতিশীল ও সৃষ্টিশীল। এ লক্ষ্যে নতুন প্রজন্মকে তৈরির দূরদর্শী চিন্তাকে সামনে রেখে আয়োজন করা হয় চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘আমার চারপাশের দূষণমুক্ত পরিবেশ’। এ বিষয়ের ওপর ভিত্তি করে রংতুলির আঁচড়ে বিভিন্ন বিষয় তুলে আনে শিক্ষার্থীরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রায় ১২টি বিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী রংতুলিতে নিজের কল্পনা রাঙিয়েছে। পরে তাদের মধ্যে তিনজনকে বিজয়ী হিসেবে পুরস্কার দেওয়া হয়। প্রথম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির নাজরাবীন বিনতে মোর্শেদ। দ্বিতীয় হয়েছে সিডিএ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির নুসাইব হাসান লাবিব ও তৃতীয় পুরস্কার জিতে নেয় পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মৌ বিশ্বাস।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুব্রত দাশ ও তসলিমা আক্তার এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক রিদওয়ান মাহমুদ রেজা এবং চট্টগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হাওলাদার। তাঁদের সহযোগিতা করেন চট্টগ্রাম বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রুমিলা বড়ুয়া, বন্ধু নানজিবা মুনজারিন, তানজিলা বিনতে শওকত ও মোহাম্মদ জুনায়েদ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পরিবেশ রক্ষা ও পরিবেশের যত্ন নেওয়ার শপথ নেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিক্ষার্থীরা।