অতিথি পাখি রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

পাবনা বন্ধুসভার উদ্যোগে অতিথি পাখি রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রতিবছর শীতের সময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নানা প্রজাতির পরিযায়ী পাখি আমাদের দেশে আসে। জনগণের কাছে এগুলো অতিথি পাখি নামে পরিচিত। এসব পাখির কলকাকলিতে মুখর হয় চারপাশ। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাখিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে অসচেতন কিছু শিকারির লোভের কারণে আজকাল অতিথি পাখি কমে যেতে শুরু করেছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এক হাজার লিফলেট বিতরণ করেছে পাবনা বন্ধুসভা। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ৩১ অক্টোবর জেলা শহরের আবদুল হামিদ রোড ও আশপাশের এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এহসান আলী বিশ্বাস, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, পাবনা বন্ধুসভার সভাপতি গোলাম হাসনায়েন, সহসভাপতি নাইদুজ্জামান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মোদাচ্ছের হোসেন, প্রচার সম্পাদক সেজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য হামজা, লিও শাওন, বাঁধনসহ অন্যান্য বন্ধু।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা