চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ফল উৎসব
সকাল থেকেই বিষণ্ন প্রকৃতি। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো কখনো ঝুম বৃষ্টি। প্রকৃতির এ বিষণ্নতা উপেক্ষা করেই ৩ জুলাই বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ভিন্ন ভিন্ন পদের ফল নিয়ে হাজির জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের প্রমিত কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় ফল উৎসব।
প্লেট সাজানো হয় আম, কাঁঠাল, লটকন, ড্রাগন, কলা, কাঠলিচু, আঙুর, আপেল, খেজুর, ডালিম, লেবু, পেয়ারা, বনকাঁঠাল ফল দিয়ে। ১৩ ধরনের মৌসুমি ফলের স্বাদ একসঙ্গে গ্রহণ করেন বন্ধুরা।
সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন বলেন, ফল উৎসব চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার নিয়মিত একটি আয়োজন। তাই প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও উদ্যোগ নেওয়া। বন্ধুরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এসব ফল কিনে আনেন।
ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, আয়েশ উদ্দীন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, আলী আসগরসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা