চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন ‘প্রেরণায় একাত্তর’

চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন ‘প্রেরণায় একাত্তর’সংগৃহীত

অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই মহান ত্যাগের ইতিহাস এবং চেতনা বাঙালির মনে লালিত হয়ে আসছে ৫৩ বছর ধরে। ইতিহাসের পাতায় উজ্জ্বল মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের মনে এই ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা জেগেছে শৈশব থেকেই; পাঠ্যবই এবং পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়ে, বিভিন্ন আলোচনা শুনে, স্কুল-কলেজে এ দিবস পালন থেকে এবং নানাবিধ কার্যক্রমের মাধ্যমে।

বাঙালির গৌরবোজ্জ্বল এই ইতিহাস আমাদের গর্বের ইতিহাস। এই ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হলে ধরে রাখতে হবে এই চর্চাগুলো। জানতে হবে দেশকে, একাত্তরের প্রেরণায় দেশের সেবায় নিয়োজিত হতে হবে দেশের তরুণ প্রজন্মকে।

সেই লক্ষ্যে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘প্রেরণায় একাত্তর’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠান। ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। সরাসরি সম্প্রচার হয় চট্টগ্রাম বন্ধুসভার ফেসবুক পেজ থেকে। অনুষ্ঠানে ছিল মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক পরিবেশনা।

রুমিলা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমন্বয়কারী হিসেবে ছিলেন রিমি বিশ্বাস, মাহির রেজয়ান, বহ্নিশিখা পর্ণা ও প্রান্তিকা ভৌমিক।