কলাপাড়া বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
পটুয়াখালীর কলাপাড়া বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করে জাতীয় পরিচালনা পর্ষদ। ২৬ অক্টোবর কলাপাড়া বন্ধুসভার অফিসে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ, প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রোমান ইবনে আহাদ, ড্রিমার্স কনসালটেসন অ্যান্ড রিসার্চের ম্যানেজিং ডিরেক্টর শিশির মজুমদার কাউসার এবং কলাপাড়া বন্ধুসভার বন্ধুরা।
বৈঠকে কলাপাড়া বন্ধুসভার কার্যক্রম, সংগঠনকে কীভাবে আরও গতিশীল করা যায় এবং প্রান্তিক পর্যায়ে বন্ধুসভার সুনাম আরও ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা