ময়মনসিংহের পাঁচ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক সভা

মেডিকেল ক্যাম্প শেষে জাতীয় পরিচালনা পর্ষদ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ী ও বাকৃবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সারা দেশের বন্ধুসভাগুলোর কাজকে আরও গতিশীল করতে সাংগঠনিক সফরের অংশ হিসেবে ১ মার্চ জামালপুরে গিয়েছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধুরা। সেখানে পর্ষদের আহ্বানে একত্র হন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। তাঁদের সঙ্গে বিকেলে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংগঠনিক সভা করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, সহসভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মাওলা, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিব হাসান, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ও ম্যাগাজিন সম্পাদক ওয়াসিমা তাসনিম। এ ছাড়া ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক এহতেশাম বিন অর্পণ, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, উম্মে সালমা, নুসরাত জাহান, শাকিল হোসেন, বাকৃবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাসওয়া নূর খাজা, জান্নাতুল ফেরদৌসীসহ শেরপুর, সরিষাবাড়ী ও জামালপুর বন্ধুসভার বন্ধুরা।

জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ী ও বাকৃবি বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

সভায় স্থানীয় বন্ধুসভার বন্ধুরা বিগত বছরে তাঁদের বিভিন্ন কার্যক্রমের কথা এবং চলতি বছরে কী কী কাজ করা হবে, সেই পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া কাজ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা সমাধানের উপায় নিয়েও আলোচনা করা হয়।

এদিন জাতীয় পর্ষদের তত্ত্বাবধানে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা মেডিকেল ক্যাম্প আয়োজন করে জামালপুর বন্ধুসভা। সেখানে ছিল বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার পরিমাপ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা। এ ছাড়া ছিল গর্ভবতী নারী, গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা ও তার প্রতিকার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ এবং স্তন ক্যানসারবিষয়ক আলোচনা।

এ আয়োজনের প্রশংসা করে সভায় জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘আপনারা যা করছেন, তা অসহায় মানুষদের জন্য খুবই মহৎ একটি কাজ। আপনারা আছেন বলেই প্রথম আলো বন্ধুসভা এতটা এগিয়ে। ভবিষ্যতে এই মানবিক কাজগুলো আরও বেশি আয়োজন করবেন। জাতীয় পরিচালনা পর্ষদ সব সময় আপনাদের পাশে আছে ও থাকবে।’

জাতীয় পর্ষদের বন্ধুদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায় জামালপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

মহৎ এই উদ্যোগের প্রশংসা করেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। এর আগে জাতীয় পরিচালনা পর্ষদের সবাই মেডিকেল ক্যাম্পটি ঘুরে দেখেন এবং নিজেরাও ডায়াবেটিস ও রক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রাথমিক স্বাস্থ্যসেবা চলমান থাকে। এরপরই অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।

বৈঠকে জামালপুর বন্ধুসভার সভাপতি ডা. জাকারিয়া জাকি তাঁদের কর্মকাণ্ডের এবং সারা বছরের পরিকল্পনার কথা ব্যক্ত করেন। সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এত সুন্দর মানবিক কাজে উৎসাহিত করার জন্য। এর সূত্র ধরে জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি পারভেজ মাহবুব বলেন, ‘জাতীয় পরিচালনা পর্ষদ সব সময় চায়, বন্ধুরা এমন মানবিক কাজ আরও বেশি বেশি করুক। বন্ধুদের দ্বারাই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’

জামালপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মাওলা বলেন, এত অল্প সময়ে যেভাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, সে জন্য বিশেষ ধন্যবাদ বন্ধুদের।

প্রথম আলো জামালপুরের প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘আমি কখনো বন্ধুসভার কাজকে কাজ মনে করি না, এটা আমার জীবনের একটি অংশ। আমি বন্ধুর মতো তাঁদের সঙ্গে মিশি এবং সব কাজে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এমন মানবিক কাজে জামালপুর বন্ধুসভাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় পরিচালনা পর্ষদের সহযোগিতা দরকার।’

সভাপতি, জামালপুর বন্ধুসভা