২ ডিসেম্বর, মঙ্গলবার কুয়াশাভেজা পড়ন্ত বিকেলে প্রথম আলো ভৈরব আঞ্চলিক অফিসে ২০২৪ কার্যকরী পর্ষদের বন্ধুরা সাংগঠনিক আলোচনা ও আড্ডায় বসেন। নবগঠিত কমিটির আনন্দ আড্ডা আয়োজনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমেদ।
শুরুতেই সম্পাদকদের একটি করে লাল গোলাপ দিয়ে বরণ করে নেন সভাপতি প্রিয়াংকা ও সাধারণ সম্পাদক মানিক আহমেদ। উচ্ছ্বসিত হয়ে দপ্তর সম্পাদক জিহাদ রহমান বলেন, ‘আমি এই বছর কমিটিতে যুক্ত হয়েছি। ফুল দিয়ে আমাদের বরণ করা হলো, অনেক আনন্দ লাগছে। আশা করছি, সবাই মিলে চমৎকার একটি সাংগঠনিক বছর কাটাব।’
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা জানান, তরুণেরাই ভৈরব বন্ধুসভার প্রাণ। তাই ভৈরব বন্ধুসভার কার্যকরী পর্ষদ সব সময় তারুণ্যনির্ভর থাকে। সব সম্পাদকের কাজে সৃজনশীলতার বিকাশ ঘটুক।
পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানশি নাহার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভৈরব বন্ধুসভার পাঠচক্র আমার প্রিয় একটি আয়োজন। এখন এই দায়িত্বে কাজ করব ভাবতেই ভালো লাগছে।’ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বলেন, ‘ভৈরব বন্ধুসভার সঙ্গে যুক্ত আছি বেশ কয়েক বছর ধরে। এবার এই সংগঠনের দায়িত্ব পালন করব। অনুভূতিটা আলাদা।’
আয়োজনটিতে বছরব্যাপী কর্মপরিকল্পনা, সম্পাদকীয় কাজ, বন্ধুসভাকে নিয়ে সবাই তাঁদের ভাবনাগুলো প্রকাশ করেন। সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘বন্ধুসভা আমাদের সৃজনশীল হতে শেখায়, আরও শেখায় মানবিক হতে, জাগ্রত করে আমাদের চেতনাকে। সবাই মিলে বন্ধুসভাকে এগিয়ে নিয়ে যাব।’
একই দিনে উপদেষ্টা জাহিদুল হক ও প্রচার সম্পাদক রাসেল রাজের জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে বন্ধুরা তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা লুবনা হক, ওয়াহিদা আমিন, জনি আলম, সুমাইয়া হামিদ, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল প্রীতি, বইমেলা সম্পাদক প্রাপ্তি ঘোষ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জিসান খান ও প্রচার সম্পাদক রাসেল রাজ।
ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে শেষ প্রান্তে হাজির হয় সময়। ২০২৪ পর্ষদের প্রথম আয়োজনের রেশটি থেকে যায় অনেক দিন।
সভাপতি, ভৈরব বন্ধুসভা