‘এসো বন্ধু বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে এমসি কলেজ বন্ধুসভা বছরের নবম পাঠচক্রের আয়োজন করেছে। পাঠচক্রের নির্ধারিত বই ছিল কালজয়ী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’। ৩০ অক্টোবর দুপুর ১২টায় সিলেট শহরের একটি গ্রন্থাগারে পাঠের আসরটি বসে।
‘আদর্শ হিন্দু হোটেল’ একটি বিখ্যাত সামাজিক উপন্যাস। প্রকাশকাল ১৯৪০ সালে ইংরেজ সময়ের পটভূমিতে। বইটিতে তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন ‘রাঁধুনী বামুন’, হাজারি দেবশর্মার জীবন কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুনিপুণভাবে তুলে ধরেছেন।
পর্যায়ক্রমে উপস্থিত বন্ধুরা নিজস্ব আঙ্গিকে বইটির আদ্যোপান্ত সবার সামনে উপস্থাপন করেন। প্রতিবারের মতো সেরা পাঠক হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন লিমা তালুকদার, উদয় সরকার ও সানজিদা রশীদ।
সাবেক সহসভাপতি বিপ্রজিত কর বলেন, ‘যারা নিয়মিত বই পড়ে, তারা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি সমাজের অন্যদেরকেও আলোকিত করে। তাই প্রত্যেকের মাসে অন্তত একটি হলেও বই পড়া উচিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তানভীর মাহফুজ, বর্তমান সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক ফারহানা লিমা, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, দপ্তর সম্পাদক উত্তম ঘোষ, রেজাউল করিম, মমতা আক্তার, নুসরাত জাহান, সুমাইয়া ফারিহা, আল আমিনসহ অন্য বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, এমসি কলেজ বন্ধুসভা