কুষ্টিয়া বন্ধুসভার ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়া বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এবারও দরিদ্র শিশু ও তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে কুষ্টিয়া বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৩ এপ্রিল জেলা শহর এবং আশপাশের এলাকার ২১ শিশু-কিশোরকে ঈদের নতুন জামা উপহার দেন বন্ধুরা।

শিশুদের অনেকের বাবা-মা নেই। নিকটাত্মীয়ের কাছে বড় হয়েছে। আবার অনেকের বাবা দিনমজুর বা রিকশাচালক। ঈদের নতুন পোশাক পেয়ে তাদের মধ্যে ঈদের আমেজ প্রকাশ পায়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিজান জানায়, এই শার্টটা তার খুব পছন্দ হয়েছে। এটি ঈদের দিন পরে সে পার্কে ঘুরতে যাবে।

দ্বিতীয় শ্রেণির ছাত্রী মৃত্তিকা বলে, ‘এই জামাটি আমার খুব পছন্দ হয়েছে।’ শিশুদের অবিভাবকেরা উপহারের জন্য কুষ্টিয়া বন্ধুসভার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় প্রথম আলোর বিজ্ঞাপন প্রতিনিধি রুহুল আমিন শিশুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন।

এ ছাড়া ৫০টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে মিনিকেট চাল দিয়েছে কুষ্টিয়া বন্ধুসভা। চাল দিয়ে সহযোগিতা করেন এক ব্যক্তি। বন্ধুসভার বন্ধুরা সেগুলো প্যাকেটজাত করে পরিবারগুলোকে উপহার দেন।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা