যশোরের শার্শা উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বারোমাসি কাটিমন আমের চারা তুলে দেওয়া হয়েছে। যশোর বন্ধুসভার উদ্যোগে ১১ জুলাই এগুলো বিতরণ করেন বন্ধুরা। এর আগে দুটি বিদ্যালয়ের ক্যাম্পাসে চারটি বকুল ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার।
সকাল সাড়ে ১০টায় প্রথমে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে বন্ধুসভার বন্ধুরা ১০০ শিক্ষার্থীর তালিকা তৈরি করেন। এরপর ওই শিক্ষার্থীদের হাতে আমের চারা তুলে দেওয়া হয়। এ সময় বারোমাসি আমের চারার বৈশিষ্ট্য ও গুণাগুণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। বক্তব্য দেন হর্টিকালচার সেন্টার যশোরের উপপরিচালক দীপঙ্কর দাস, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুর রহমান।
পরে একইভাবে বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ে গিয়ে প্রথমে দুটি গাছের চারা রোপণ করা হয়। এরপর ১০০ শিক্ষার্থীর হাতে আমের চারা তুলে দেওয়া হয়। এ সময় আলোচনায় অংশ নেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান।
বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান বলেন, ‘গাছ লাগানোর শখ ছোটবেলা থেকেই। আমাদের বাড়ির সামনে যে বড় আমবাগানটা আছে, সেটাও আমার হাতে গড়া। গাছ কোথায় কীভাবে লাগানো হয়েছে, সেটা তোমাদের সবার বাড়ি গিয়ে দেখা তো সম্ভব নয়; তবে আসছে রোববার কিন্তু দু–একজনের বাড়ি গিয়ে আমি গাছ দেখে আসব।’
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা