সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

হেমন্তের পড়ন্ত বিকেল। ৫ নভেম্বর, লালমাই পাহাড়ের টিলার পাদদেশে ব্যাডমিন্টন খেলার মাঠে প্রথম আলোর ২৫ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে সাত শিক্ষককে সম্মাননা প্রদান ও ৭০ জন নবীন বন্ধুকে বরণ করে নেওয়া হয়। কথায়, নাচে, গানে, আবৃত্তিতে জমে ওঠে অনুষ্ঠান। বিকেল গড়িয়ে রাত আটটা পর্যন্ত চলে জমজমাট এই আয়োজন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন। প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও সত্য সাংবাদিকতাকে আমরা সব সময়ই সাধুবাদ জানাই। সত্যের পক্ষে অবিচল থেকে ভালো সাহসী প্রতিবেদন চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে।’

এদিন সাতজন শিক্ষককে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র মজুমদার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মাজেদ পাটোয়ারী, ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা বেগম।

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

২০১৬ সালের জুলাই মাসে হলি আর্টিজান হামলায় নিহত সাহসী তরুণ ফারাজ আয়াজ হোসেনের নামে নিজের সন্তানের নাম রেখেছেন সহকারী অধ্যাপক ফাহমিদা বেগম। তিনি বলেন, ‘২০১৬ সালে ফারাজ আয়াজ হোসেনের সাহসিকতার জন্য আমি আমার সন্তানের নাম ফারাজ রাখি। তখন প্রথম আলোয় এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়। আমাদের ঢাকার বাসায় প্রথম আলো থেকে শুভেচ্ছা জানানো হয়। এত বছর পর আবার সম্মাননা জানানোয় খুশি হয়েছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাজী এম আনিছুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি উম্মে হাবিবা। সঞ্চালনা করেন বন্ধু তানভীর সালাম ও দেওয়ান সাইদা রাইসা।

সংগীত পরিবেশন করেন বন্ধু ঐশী ভৌমিক, হিমন ভূঁইয়া, আবদুল্লাহ আল নোমান, অন্তু চন্দ অর্ঘ্য। নৃত্য পরিবেশন করেন তানভীর সালাম, রাকিবুল হাসান ও হীরক হাসান। কবিতা আবৃত্তি করেন রুবাইয়াত তাজবিন, তানিয়া আক্তার ও আবদুল্লাহ আল মামুন।