কৃষকদের মধ্যে নওগাঁ বন্ধুসভার সবজির বীজ বিতরণ

কৃষক-কিষানিদের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করেছে নওগাঁ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

সমাজের দরিদ্র মানুষের খাবারের পুষ্টিমান বাড়াতে কৃষক-কিষানিদের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করেছে নওগাঁ বন্ধুসভা। ২৯ অক্টোবর সকালে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গাংজোয়ার ও লস্করপুর গ্রামের ১২০ জন কৃষক-কিষানির মধ্যে এগুলো বিতরণ করা হয়।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে নওগাঁ বন্ধুসভা। বন্ধুদের বিতরণ করা শীতকালীন সবজির বীজের মধ্যে রয়েছে পালংশাক, ধনে, মুলা ও শর্ষে। প্রতিটি কৃষক পরিবার অন্তত ১০ শতাংশ জমিতে এগুলো বপন করতে পারবে।

শীতকালীন সবজির বীজ হাতে কৃষক-কিষানিরা
ছবি: বন্ধুসভা

বিতরণ শেষে নিরাপদ বীষমুক্ত সবজি উৎপাদনের কৌশল সম্পর্কে পরামর্শ দেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মোক্তাদির মো. গওছের আলম।

বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুস্মিতা সাহা, বন্ধু লোটাস, রুহুল আমিন, নুরজাহান ও মিতু আক্তার।

যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা