কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালা

কুমিল্লা আইডিয়াল কলেজে কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালাছবি: প্রথম আলো

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালা করেছে কুমিল্লা বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর কুমিল্লা আইডিয়াল কলেজে এটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

কর্মশালায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিয়ের ধারণা, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রসমূহ, কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় তরুণদের ভূমিকা, কীভাবে কৃত্রিম বুদ্ধিমতা ফ্রিল্যান্সিংয়ে সাহায্য করে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও আইসিটি ডিভিশন বাংলাদেশের মাস্টার ট্রেইনার ওমর ফারুক, এআই এক্সপার্ট ক্যারিয়ারের ট্রেইনার তানভীর ভূঁইয়া, ড্রিম-৭১ আইটি সার্ভিসের ট্রেইনার কাজী সোহাগ ও ওসমান গনি।

কুমিল্লা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হানিফ মোছাব্বীরের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু ফোজিয়া আলম, প্রশান্ত ভৌমিক, সাফায়েত হোসেন, মারুফ চৌধুরী, সামিয়া আক্তার, সুমাইয়া আক্তার, অতনু ধর, জাহেদা আক্তার ও চন্দন দাসসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা