তেঁতুলিয়ার ইকোপার্কে পঞ্চগড় বন্ধুসভার বার্ষিক বনভোজন

পঞ্চগড় বন্ধুসভার বার্ষিক বনভোজনছবি: বন্ধুসভা

১১ জানুয়ারি, শনিবার সকালের স্নিগ্ধ আলোয় তেঁতুলিয়ার ইকোপার্ক যেন আমাদের স্বাগত জানাল। প্রকৃতির মোহনীয় সৌন্দর্যে মোড়া এ স্থান হয়ে উঠল বন্ধুসভার প্রাণবন্ত আড্ডার ঠিকানা। অনুষ্ঠিত হলো পঞ্চগড় বন্ধুসভার বার্ষিক বনভোজন ও নতুন কমিটির পরিচিতি সভা। আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার এক নতুন অধ্যায় লেখা হলো এদিন।

দুপুরের খাবারের পর শুরু হয় খেলাধুলার আয়োজন। ঝুড়িতে বল নিক্ষেপ, বধূর কপালে টিপ আর হাঁড়িভাঙা খেলার মধ্য দিয়ে ক্ষণিক সময়ের জন্য যেন ফিরে যাই শৈশবের চঞ্চলতায়। প্রতিটি হাসি, উচ্ছ্বাস আমাদের হৃদয়ে গেঁথে রইল অবিস্মরণীয় স্মৃতি হয়ে।

খেলা শেষে মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রিয়াজুল ইসলাম প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই পত্রিকা পড়ি। এটি মানুষকে সমৃদ্ধ করে। প্রথম আলো যেভাবে দেশের এবং বিশ্বের সব খবর তুলে ধরে, অন্যগুলোতে এত সুন্দরভাবে পাওয়া যায় না। প্রথম আলো নিয়ে আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আমাদের এগুলো উপেক্ষা করে সুসগংঠিত থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সাবেক সভাপতি রায়হান শরীফসহ নতুন ও পুরোনো বন্ধুরা।

সূর্যাস্তের রঙিন আভায়, প্রকৃতির কোলে কাটানো দিনটি এক স্বপ্নময় অধ্যায়ে পরিণত হলো। সবার মনে ছিল পরবর্তী দিনগুলোয় এ বন্ধনের শক্তিকে অক্ষুণ্ন রাখার প্রত্যয়। ইকোপার্কের ছায়াঘেরা পথ ধরে যখন ফিরছিলাম, মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাদের এ স্মৃতিময় দিনকে বিদায় জানাচ্ছে আপন মমতায়।

সাংগঠনিক সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা