বন্ধুসভা দারুণ সব কাজ করে যুগের পর যুগ বেঁচে থাকবে

বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার ২৪তম জন্মদিন। নোয়াখালী বন্ধুসভাও এদিন পূরণ করেছে প্রতিষ্ঠার ২৪ বছর। এ উপলক্ষে গতকাল শুক্রবার নোয়াখালী বন্ধুসভা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে আনন্দ সভার। সেখানে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বন্ধুসভা আরও দারুণ সব কাজ করে যুগের পর যুগ বেঁচে থাকবে।’

বন্ধুদের জন্য আয়োজন করা হয় ভিন্নধর্মী কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের মঞ্চে এসে রাজনৈতিক নেতা, মার্কেটিং অফিসার, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। কুইজে বিজয়ী হয়েছেন বন্ধু প্রণয় মজুমদার, ইমতিয়াজ দোলন ও ইমতিয়াজ উদ্দিন। ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এ পর্বে বিজয়ী হন বন্ধু তাজকির আফনান, মোহাম্মদ শিমুল ও সুমাইয়া সামান্তা।

নোয়াখালী বন্ধুসভার আনন্দ সভা
ছবি: বন্ধুসভা

বিজয়ীদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বই। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্রণয় মজুমদার ও আল মামুন। সাবেক সভাপতি সুমন নূর শোনান বন্ধুসভার সেকাল-একালের গল্প।

সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজের রহমান, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষক মাহফুজুর রহমান, সাবেক সভাপতি সুমন নূর, মহিউদ্দিন রাতুল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি পূজা ভৌমিক, প্রচার সম্পাদক জ্যানিসা আফরোজ, দপ্তর সম্পাদক আবদুর রহিম, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক উম্মে রুম্মান, সমাজকল্যাণ সম্পাদক উম্মে ফারহীনসহ অন্যান্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা