আইনগত সহায়তা দিবসে সচেতনতামূলক শোভাযাত্রা

জাতীয় আইনগত সহায়তা দিবসে মানুষকে সচেতন করতে শোভাযাত্রায় অংশ নেয় ঠাকুরগাঁও বন্ধুসভাছবি: বন্ধুসভা

২৮ এপ্রিল ছিল জাতীয় আইনগত সহায়তা দিবস। ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিবসটি পালিত হয়। মানুষের জন্য বিনা পায়সায় আইনগত সুবিধা রয়েছে—এ তথ্য নিয়ে কর্মসূচিতে প্রচারণা চালিয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভা।

দিবসটি উপলক্ষে শহরের জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন। আদালত চত্বরে সারা দিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে চক্ষু পরীক্ষাসহ নানা উদ্যোগ নেওয়া হয়। বন্ধুসভার বন্ধুরা সেই উদ্যোগে সহায়তা করেন। লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জনগণকে জানান।

ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দরিদ্র মানুষের জন্য সরকার বিনা পয়সায় লিগ্যাল এইড সহায়তা দিয়ে থাকে। এলাকার অনেকেই এই তথ্য খুব একটা জানে না। আমরা তাদের এ বিষয়ে সচেতন করতে চেষ্টা করেছি।’

জাতীয় আইনগত সহায়তা দিবসে মানুষকে সচেতন করতে শোভাযাত্রায় অংশ নেয় ঠাকুরগাঁও বন্ধুসভা।

সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আইনগত সহযোগিতা পাওয়া সব নাগরিকের অধিকার। এই সম্পর্কে সবাইকে জানাতে হবে। আমরা ঠাকুরগাঁও বন্ধুসভার সব বন্ধু নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা করব, যাতে সবাই এ সম্পর্কে জানতে পারে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এম মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক সিয়ামুর রশিদ, প্রচার সম্পাদক আলিফ হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তপু রায়, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বন্ধু মিথিলা আক্তার, ফাহিমা নুশরাত, মাহবুব আলম তালুকদার, এন্তাজ আলী ও তৌফিক তয়ন প্রমুখ।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা