সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব

ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক লিফলেট হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এমতাবস্থায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে সচেতনতা ও পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করেছে জামালপুর বন্ধুসভা।

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে ৩১ আগস্ট বেলা ১১টায় জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ (জে.এল) উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিলে পরিষ্কার-পরিছন্নতা অভিযানে অংশ নেন।

স্কুলশিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা
ছবি: বন্ধুসভা

লিফলেট বিতরণকালে স্কুলশিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে স্কুলের চারপাশ, বাসার চারপাশ পরিষ্কার রাখাসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর লক্ষণ, করণীয়তা নিয়ে সচেতন করেন বন্ধুরা। এ সময় ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া জাকি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম খান।

জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আব্দুল্লাহ্ বলেন, ‘এখন এবং এখান থেকেই শুরু হোক আমাদের ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম। আপনারা অবশ্যই নিজ নিজ বাড়ির সবাইকে এ বিষয়ে অবহিত করবেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বাড়ির আশপাশে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান করা এবং ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’

পরিষ্কার-পরিছন্নতা অভিযান
ছবি: বন্ধুসভা

পরে উপস্থিত বন্ধুরা বিদ্যালয়ের মাঠ ও শহীদ মিনারের আবর্জনা পরিষ্কার; দেয়ালের চারপাশে পড়ে থাকা পলিথিন, বিস্কুট-চিপসের প্যাকেট ও পরিত্যক্ত পানিযুক্ত বোতলের পানি অপসারণ করেন। এই কর্মসূচি বেলা দুইটা পর্যন্ত চলে। এ সময় চরপলিশা জাহানারা লতিফ (জে.এল) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আজ অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মরত শিক্ষক-কর্মচারী ও পরিচালনা কমিটির মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়বিষয়ক সচেতনতা ও দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে। আমরা সবাই সচেতন হলে অবশ্যই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সহসভাপতি সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সানি সিরাজ মিথিলা, প্রচার সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারিয়াজ ফাহিম, বইমেলা সম্পাদক রুবেল হাসান, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন, রাকিবুর রহমানসহ অন্য বন্ধুরা।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জামালপুর বন্ধুসভা