রায়গঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ

রায়গঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ আয়োজনে ১২টি পরিবারের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। ২৭ ও ২৮ মার্চ রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা উপজেলার বিভিন্ন এলাকায় এসব পরিবারের কাছে ঈদসামগ্রী পৌঁছে দেন।

বিতরণ কাজে অংশ নেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান প্রমুখ।

হুইলচেয়ারে চলাচলকারী উপজেলার হাসিল হোসেন গ্রামের প্রতিবন্ধী সানজীদ (১২) খুশি হয়ে বলে, না চাইতে যে অনেক কিছু পাওয়া যায়, তা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা প্রমাণ করে দিলেন।

একই গ্রামের বিধবা নূরজাহান বেগম (৫৪) বলেন, ঈদের এসব জিনিস পেয়ে খুব উপকার হলো। ঈদের খরচ নিয়ে আর চিন্তা নেই।

১০ মাস আগে স্ট্রোক করে বাঁ হাত এবং বাঁ পা অকেজো হয়ে পড়া বেতুয়া পূর্বপাড়া গ্রামের গোলাম হোসেন (৭০) বলেন, বন্ধুসভার উপহার পেয়ে খুব খুশি হয়েছি। ঈদের বাজার নিয়ে চিন্তায় আছিলাম। এখন আর চিন্তা নেই।

সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের ৭৮ বছর বয়সী সখিতন খাতুন, ৬৫ বছর বয়সী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হামজেলা বেগম, ৪০ বছর বয়সী ভ্যানচালক আব্দুল কুদ্দুস, ধুবিল ইউনিয়নের শ্যামেরঘোন গ্রামের অসুস্থ ব্যক্তি আছাব আলীর মতো মানুষেরা রায়গঞ্জ বন্ধুসভার ঈদবাজার উপহার পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা