কুষ্টিয়া বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া সরকারি কলেজ ও শহীদ হাসান ফয়েজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন এক শ চারা গাছ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা। শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে খুশি হন। গাছের মধ্যে ছিল ফলদ, বনজ ও ঔষধি চারা। পাশাপাশি শিক্ষার্থীদের একটি করে কলম উপহার দেওয়া হয়।
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক প্রফেসর হ জ ম হাসিবুশ শাহীদ বলেন, ‘পৃথিবীতে মরুকরণ বেড়ে গেছে, পানির স্তর নিচে নেমে গেছে। তাই আমাদের গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই ছেলেমেয়েরা (বন্ধুসভার সদস্য) অনেক ভালো উদ্যোগ নিয়েছে। আশা করি, এগুলো চলমান রাখবে তারা।’
গাছ বিতরণে সহায়তা করেছেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুষ্টিয়া বিজ্ঞাপন প্রতিনিধি রুহুল আমিন, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, সাধারণ সম্পাদক নাবিলা নূর, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত আরা, প্রমিথ সরকার, বন্ধু বিশাল কুমার ঘোষ, কাজী তৌহিদুজ্জামান, রিদুল আহম্মেদ, জসীম উদ্দিন, রাসেল হোসেন, রুহিনা তাসনিম, নাজমুস সাকিব, তৌফিক আহমেদ, চৌধুরী আলি ইমাম, রিজিয়া সুলতানা, আহাদ হোসেন, শিহাব উদ্দিনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা