বিজয় দিবসে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

১৬ ডিসেম্বর কেবল আমাদের বিজয় দিবস নয়, এটি বাঙালি জাতির ঐক্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, সাহস ও আত্মত্যাগের অবিনাশী প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের ত্যাগতিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই মহান দিনেই আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, যা চিরকাল বাঙালির মর্যাদা ও আত্মপরিচয়ের অমলিন স্মারক হয়ে থাকবে।

দিনটি উপলক্ষে সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। এ সময় যাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই মহান বীর শহীদদের স্মরণ করা হয়।

বন্ধু, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা