প্রায় ১৭ বছর ধরে সাতক্ষীরা শহরে রিকশা চালান আবদুল্লাহ হোসেন (৫৫)। তিনি বলেন, ‘এতদিন ধরে রিকশা চালিয়েছি; কিন্তু এত গরম আর তাপ কখনো আগে দেখিনি। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাস্তায় রাস্তায় থাকতে হয়, কখনো কখনো ঝিমঝিম করে হাত-পা। যে টাকা আয় হয় তা দিয়ে সংসার আর চলতে চায় না। বন্ধুসভার বন্ধুরা তাঁর অধিকারের কথা জানতে চাইলে বিস্মিত হয়ে বলেন, ‘একজন শ্রমিক হিসেবে আমার কী অধিকার, তা আমি কেমনে জানব? মে দিবস কী, জানি না।’
এসময় তাঁকে একটি ক্যাপ উপহার দেন বন্ধুরা। সেটি পেয়ে আবদুল্লাহ হোসেন বলেন, ‘এই মরন গরমের মধ্যে তোমাদের দেওয়া ক্যাপ পেয়ে অনেকটা ভালো লাগছে। গরম কিছুটা হলেও কম লাগবে।’ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে রিকশাচালক, ভ্যানচালক, রাজমিস্ত্রীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের মধ্যে ক্যাপ বিতরণ করেছে সাতক্ষীরা বন্ধুসভা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বইমেলা সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক রুহুল আমিন, বন্ধু অর্ণব মণ্ডলসহ অন্য বন্ধুরা।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা