প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদান করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ২৪ অক্টোবর জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সড়কে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের মধ্যে এ সেবা দেওয়া করা হয়।
এ দিন সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের পশু হাসপাতাল মোড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৫৫) অসুস্থ অবস্থায় কাতরাতে দেখেন বন্ধুরা। কাছে গিয়ে দেখতে পান, তাঁর ডান পায়ে দগদগে ঘা। বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ডা. হাবিবুর রহমান তাঁর সঙ্গে থাকা চিকিৎসাসামগ্রী দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন (ড্রেসিং, ব্যান্ডেজ করানো ও পালস দেখা)। পরে ওষুধ খাইয়ে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে।
ডায়াবেটিস মোড় এলাকায় আরেকজন মানসিক ভারসাম্যহীন পুরুষের (৬০) দেখা পান বন্ধুরা। তাঁর গায়ে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তাঁকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ওষুধ খাওয়ানো এবং একটি নতুন কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান জানান, সারা বছরই বন্ধুসভার বন্ধুরা ভালো ভালো কাজ করে আসছেন। এ বছর ভালো কাজের জন্য সাপ্তাহিক সভায় কয়েকটি বিষয়ের মধ্যে একটি ভালো সিদ্ধান্ত গৃহীত হয়। সেটি হলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসাসেবা এবং ধারাবাহিকভাবে সব ধরনের সেবা প্রদান করা।
বন্ধু, কুড়িগ্রাম বন্ধুসভা