শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন করেছে ফরিদপুর বন্ধুসভা

শহীদ মিনারে বন্ধুদের মোমবাতি প্রজ্জ্বালন
ছবি: বন্ধুসভা

ফরিদপুর বন্ধুসভা ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে মোমবাতি দিয়ে বন্ধুরা বাংলা বর্ণমালার বিভিন্ন বর্ণ, অমর একুশে, ১৯৫২ সাল ও বন্ধুসভা লেখা প্রভৃতি ফুটিয়ে তোলেন।

এ সময় ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা ছাড়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আলাদ হোসেন, ময়েজউদ্দীন সরকারি গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ, সংগঠক আসমা আক্তার, সনাক টিআইবির সমন্বয়কারী প্রকাশ কুমার বিশ্বাস, সনাক সদস্য অমিত মনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

অসীম কুমার সাহা এ উদ্যোগ নেওয়ার জন্য ফরিদপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিবছর বন্ধুসভা এই শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করুক, এটা আমার প্রত্যাশা।’

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মানিক কুন্ডু, বন্ধু সজীব দত্ত, রফিকুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, শম্পা কোমল, মাফিকুল ইসলাম, তাওহিদুজ্জামান খান, বাধন পাল, সুব্রত পাল, রাজু খান, জহির হোসেন ও জাহিদুজ্জামান খান।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা