নারী দিবসে অনলাইন প্ল্যাকার্ড প্রদর্শন ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার অনলাইন প্ল্যাকার্ড প্রদর্শন ও আলোচনা সভা
সংগৃহীত

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক অধিকার, সম্মান, নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ–সুবিধা নারী জন্মসূত্রেই পাবেন। কিন্তু বিভিন্ন জায়গায় নারীদের এসব অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। এ জন্যই নারীরা নিজ নিজ অধিকার অর্জন করতে শেখেন, লড়াই করতে শেখেন। তাঁদের এই সাহসী অগ্রযাত্রাকে সম্মান প্রদর্শন করার জন্য প্রতিবছর ৮ মার্চ উদ্‌যাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

দিনটি উপলক্ষে অনলাইন প্ল্যাকার্ড প্রদর্শন ও আলোচনা সভা করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। গতকাল শনিবার এটি অনুষ্ঠিত হয়। শুরুতেই ‘নারী’ কবিতা আবৃত্তি করেন বন্ধু শেখ সানজিদা রশীদ।

তারপর অনলাইনে কয়েকটি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। প্ল্যাকার্ডগুলো সাংগঠনিক সম্পাদক দেবব্রত সরকার তৈরি করেন। যেখানে নারীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান ও সংক্ষিপ্ত বক্তব্য লেখা হয়। স্লোগানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন বন্ধুরা।

নারীর প্রতি সম্মান প্রদর্শন কেবল একদিনের ব্যাপার নয়, বরং এটা চিরকালের দায়িত্ব
-সবার দায়িত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিয়া আক্তার, দপ্তর সম্পাদক শারমিন লিপি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মমতা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, বন্ধু রিফাত জান্নাতসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা