নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ১২ মার্চ কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘যদি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এই অপরাধ কমে আসবে। আমরা চাই না, আছিয়ার মতো শিশুরা ধর্ষণের শিকার হোক। সরকারের কাছে অনুরোধ করব, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করার। আমরা নতুন বাংলাদেশে এমন পরিস্থিতি আর চাই না। আমরা চাই সবাই এই দেশে নিরাপদ থাকুক এবং স্বাধীনভাবে চলাফেরা করুক।’