হাসি ছড়াক ভালোবাসার উষ্ণ আহ্বানে

ভালোবাসা দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে মোংলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রতিষ্ঠানের নাম ‘মুক্ত অঙ্গন শিক্ষালয়’। সুবিধাবঞ্চিতদের একটি স্কুল। চট্টগ্রাম নগরীর স্কুলটিতে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনা মূল্যে পড়ানো হয়। আর যাঁরা পড়ান, তাঁরা প্রায় প্রত্যেকেই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরাও স্বেচ্ছাশ্রম দেন।

১৪ ফেব্রুয়ারি ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে অন্য সবার মতো না উপভোগ করে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা সিদ্ধান্ত নেন এসব শিশুর সঙ্গে আনন্দ উৎসব করার। স্কুলটির ৬০ শিশুকে ভালোবাসা দিবসের উপহার হিসেবে শিক্ষাসামগ্রী বিতরণসহ এক সপ্তাহের টিফিন দেন বন্ধুরা। দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সঙ্গে গল্পে মেতে ওঠেন সবাই। জাদু পরিবেশন করেন বন্ধু ফয়সাল হাওলাদার।

নোয়াখালী বন্ধুসভার আয়োজন সব সময়ই থাকে ব্যতিক্রম। তারা বসন্তের আমেজ ও ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে পৌঁছে যায় বৃদ্ধাশ্রমে। নোয়াখালীর হরিনারায়ণপুর ইউনিয়নের ‘ওল্ড হোম ডে-কেয়ারে’ ৩২ জন প্রবীণের সঙ্গে দিনব্যাপী সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন নিয়ে বসন্তবরণ উৎসবে মেতে ওঠেন বন্ধুরা। আমন্ত্রণ জানানো হয় সুবিধাবঞ্চিত ১৪ শিশুকেও। বন্ধুরা তাদের সঙ্গে পাশাপাশি বসে আহার করেন; যত্নসহকারে খাইয়ে দেন। জায়েদা খাতুন নামের এক বৃদ্ধ বলেন, ‘তোরা আংগোর লাই আইছস বাজান, তোরাই আংগো হোলা-ম্যাইয়া।’

খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে গাজীপুর বন্ধুসভার উপহারসামগ্রী বিতরণ
ছবি: বন্ধুসভা

‘ভালোবাসা বিতরণ’ শিরোনামে গাজীপুর বন্ধুসভাও ভিন্নধর্মী ভালোবাসা দিবস উদ্‌যাপন করেছে। গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ি, শিববাড়ী, রেলগেট ও জোড়পুকুর এলাকার আশপাশের অন্তত ১৫০ জন খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন বন্ধুরা। উদ্দেশ্য ছিল এসব মানুষের কাছে উপহার পৌঁছে দিয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া।

মোংলা বন্ধুসভার বন্ধুরা ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোগীদের সঙ্গে দেখা করা, সুখ-দুঃখের গল্প বিনিময় এবং সবাইকে একটি করে লাল গোলাপ উপহার দেন। রংবেরঙের বেলুন দিয়ে সজ্জিত করেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। মাতৃত্বকালীন সমস্যা নিয়ে ১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি মোংলার আরাজী মাকোড়ঢোন গ্রামের আসমা বেগম। কোলে শিশুকে নিয়ে তিনি বলেন, হাসপাতালে তাঁকে দেখতে এতগুলো মানুষ আসবেন, যাঁদের তিনি চেনেনও না। সবকিছু তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।

মেহেরপুর সরকারি শিশু পরিবারে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব করে মেহেরপুর বন্ধুসভা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি রাঙিয়ে দেওয়া এবং তাদের ফুল উপহার দেন বন্ধুরা। ১৫ ফেব্রুয়ারি ‘ছিন্নমূলে ভালোবাসা’ শিরোনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে শুরু করে ত্রিশাল বাজার, ব্রিজ, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অলিগলি ঘুরে অন্তত ৩০ জন ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে জাককানইবি বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি প্রত্যেকের সঙ্গে কুশলাদিও বিনিময় করেন।

এর বাইরে মেহেদি উৎসব, পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ করেছে ঢাকা মহানগর, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও, জামালপুরসহ অন্যান্য বন্ধুসভা।