সেলিনা হোসেনের ‘আমার বন্ধু রফিক’ বই নিয়ে পাঠচক্র

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেনের ‘আমার বন্ধু রফিক’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ৬ নভেম্বর কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বইয়ের গল্পের মূল চরিত্র রফিক ও রবিনের বন্ধুত্ব, সমাজের শ্রেণিবৈষম্য ও মানবিকতা নিয়ে আলোচনা হয় পাঠচক্রে। বন্ধুরা বলেন, ‘এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব টাকার মাপে নয়, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে গড়ে ওঠে।’

পাঠ আলোচনায় অংশগ্রহণ করেন বন্ধুসভার সক্রিয় সদস্যরা। সবাই নিজেদের মতামত শেয়ার করেন এবং গল্পের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করার প্রতিশ্রুতি দেন।

সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা