শিশুদের নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার দিনব্যাপী আনন্দ উৎসব

উৎসব শেষে শিশুদের সঙ্গে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৩০ অক্টোবর নগরীর জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে ২০ শিশুকে নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে খেলাধুলার মধ্যে ছিল বিস্কুট দৌড়, মোরগের লড়াই, দৌড় প্রতিযোগিতা, হাঁড়িভাঙা, সুই–সুতা, গুপ্তধন উদ্ধার, লক্ষ্য স্থির ও ব্যাঙ দৌড়। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এসব খেলায় অংশ নেয়। প্রতি খেলায় তিনজন করে বিজয়ী ঘোষণা করা হয়। এ ছাড়া সারাক্ষণ নাচ, গান ও গল্প-আড্ডায় মাতিয়ে রাখেন বন্ধুরা। দুপুরের খাবারের পর শিশুরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করে। বন্ধুদের মধ্যে গান পরিবেশন করেন শাকিল আহমেদ ও আসফি।

বিস্কুট দৌড় প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হামিদুল হক। স্বাগত বক্তব্যে সহসভাপতি মেহেদী হাসান বলেন, ‘ময়মনসিংহ বন্ধুসভা বরাবরই মানবিক, ভ্রাতৃত্ব ও সৃজনশীল কার্যক্রম করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজে মানবিক মূল্যবোধকে সঞ্চার করতে চাই।’

অনুভূতি প্রকাশ করে বন্ধু মাহমুদুস সালেহীন বলেন, এই শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। এ আয়োজন সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

বন্ধুরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের ভালো কাজ আরও বেশি বেশি করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভালো কাজের পাশাপাশি সমাজের অসংগতি চিহ্নিত করতে হবে।

উৎসবে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খালিদ হাসান, দপ্তর সম্পাদক ইয়াসিন মুসাফির, কার্যনির্বাহী সদস্য হিমেল মাহমুদ, সানবিরুল সানি, বন্ধু সাজিদ হোসেন, রিফাত হোসেন, ইমরান আহমেদসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা