নেত্রকোনা বন্ধুসভার সহমর্মিতার ঈদ

নেত্রকোনা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন ও নিম্ন আয়ের ১২টি পরিবারের ছেলেমেয়েদের রঙিন জামা উপহার দিয়েছে নেত্রকোনা বন্ধুসভা। ৮ এপ্রিল জেলা শহরের কাটলী, খতিবনগুয়া ও নাগড়া এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

ঈদের রঙিন জামা হাতে পেয়ে খুশি অভিভাবক ও ছেলেমেয়েরা। শহরের কাটলী এলাকার হৃদয় মিয়া (১১), নাইম (১৫), ইসব মিয়া (৬), জান্নাত আক্তার (১১), ফাহিম মিয়া (৮) মোহাম্মদ (১১) ইমি আক্তার (৮), ফারজানা আক্তার (৮); খতিবনগুয়া এলাকার সুফিয়া আক্তার (৫); নাগড়া এলাকায় শরিফুল ইসলাম (১০), হুযাইফা (১০), মামুন মিয়াসহ (১২) মোট ৭ জন ছেলে এবং ৫ জন মেয়েকে ঈদ উপহার হিসেবে জামা দেওয়া হয়।

বন্ধুরা জানান, ‘ছেলেমেয়েদের কারও বাবা নেই, কারও মা অন্যের বাসায় কাজ করেন। এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরাও অনেক আত্মতৃপ্তি পেয়েছি।’

কর্মসূচি বাস্তবায়নে আর্থিকভাবে সহায়তা করেন বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা। বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তী, নেত্রকোনা বন্ধুসভার সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক খায়রুল মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মিথুন আমীরসহ অন্য বন্ধুরা।

সভাপতি, নেত্রকোনা বন্ধুসভা