‘খোকার নামই শেখ মুজিব’ বই নিয়ে পাঠচক্র

বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠের আসর
ছবি: বন্ধুসভা

বঙ্গবন্ধু পশুপাখিকে অনেক ভালোবাসতেন। নিজের পোষা কুকুর ও বানরের যত্ন নিতেন। তাঁর ছোট বোনের দায়িত্ব ছিল কুকুর ও বানরের দেখাশোনা করা। ঠিকমতো দেখাশোনা না করলে ছোট বোনকে মাঝেমধ্যে বকাও দিতেন। পথে চলতে গিয়ে যদি দেখতেন কোনো কুকুর না খেয়ে আছে, তাদের খাবারের ব্যবস্থা করে দিতেন। গরু-ছাগলও তাঁর খুব প্রিয় ছিল। নিজ হাতে গরুর খোঁয়াড়ও দিয়েছেন।

গ্রামের ছেলেদের দুরন্তপনার সঙ্গে নিজেকে মিলিয়ে নদীনালা, খাল-বিলে মাছ ধরতেন ছোট্ট বঙ্গবন্ধু। পাখির বাসায় ছানা ধরে, পানি ছিটাছিটি খেলে সময়ের স্রোতে দিন কেটে যেতে থাকে। শৈশব অতিবাহিত হয় শৈশবের নিয়মে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লেখক সৈনিক কাইজার–এর লেখা ‘খোকার নামই শেখ মুজিব’ বইটি নিয়ে পাঠচক্র করেছে পার্বতীপুর বন্ধুসভা। বইটিতে লেখক জাতির পিতার শৈশবের দিনগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের তরুণ এবং শিশুদের আদর্শ হিসেবে বঙ্গবন্ধুর জীবনী নিশ্চিতভাবেই অনুপ্রেরণা জোগাবে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন পার্বতীপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ হোসেন, দপ্তর সম্পাদক মনিশা মৌ, বন্ধু হামিম বিন লাজিম, অভিজিৎ রায়, রিশাত হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, ফাতেমাতুজ জোহরা, ইসতিয়াক আহমেদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা