‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর

টাঙ্গাইল বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর করেছে টাঙ্গাইল বন্ধুসভা। ৫ জুলাই এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইসরাত জাহান। তাঁর আলোচনার মাধ্যমে জানা যায়, ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা আছে। সনাতনী ও মুসলিম ঐতিহ্যের ভিত্তিতে এ কবিতাগুলো দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, সনাতনী ইতিহাস ও ঐতিহ্য–সম্পর্কিত কবিতা। যেমন প্রলয়োল্লাস, রক্তাম্বর- ধারিণী, মা, আগমনী, ধূমকেতু। দ্বিতীয়ত, মুসলিম ইতিহাস ও ঐতিহ্য–সম্পর্কিত কবিতা। এ কবিতাগুলোর মধ্যে কামালপাশা, আনোয়ার, রণ-ভেরি, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানি।

পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জিপিএ-৫ সংবর্ধনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ আগামীদিনের বিভিন্ন কার্যক্রমের কথা উঠে আসে। বক্তব্য দেন সভাপতি আবু আহমেদ শেরশাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদা আক্তার, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ রানা, বন্ধু রাকিবুল হাসান ও আতিয়া আক্তার।

সাধারণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা