বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা
প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৮ নভেম্বর ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেক কাটার মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপদেষ্টা দেবাশীষ রায়, উপস্থিত বন্ধুদের ভালো কাজের অনুপ্রেরণা দেন। এ ছাড়া নিজেদের একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বন্ধু, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা