সোনাগাজীতে নতুন জামা ও ঈদসামগ্রী বিতরণ

ফেনী বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ফেনীর সোনাগাজীতে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে স্বল্প আয়ের পরিবারের ৩০০ শিশুকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফেনী বন্ধুসভার বন্ধুরা নিজেদের টাকায় কেনা এ উপহার শিশুদের হাতে তুলে দেন। পাশাপাশি আরও ১০টি পরিবারকে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।

২৯ মার্চ সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এগুলো বিতরণ করা হয়। নতুন জামা পাওয়া সবাই আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প ১ ও ২-এর বাসিন্দা।

বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. ফরহাদ আলী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শগ্রাম স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি শাহীদ ফরিদ, সহসভাপতি নিজাম উদ্দিন, সদস্য ইমাম উদ্দিন রাসেল, প্রধান শিক্ষক আবদুল কাদের।

বন্ধুদের মধ্যে ছিলেন কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, মনিকা রায়, সভাপতি জান্নাত আক্তার, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়া, বন্ধু হৃদিতা রায়সহ অনেকে।

ফেনী বন্ধুসভার সহমর্মিতার ঈদ

কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বলেন, ফেনী বন্ধুসভা প্রতিবছর অসচ্ছল পরিবারের শিশুদের ঈদের উপহার হিসেবে রঙিন জামা দেয়। পাশাপাশি ঈদের জন্য কিছু পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারও দেওয়া হলো।

বন্ধুসভার পক্ষ থেকে নতুন জামা পেয়ে খুশি মোহাম্মদ শাহজাহান (১১) জানায়, তারা চর সাহাভিকারী আদর্শ গ্রাম এলাকায় আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। এই প্রথম কেউ তাকে নতুন জামা দিল।

বৃদ্ধ আব্দুল কাদের বলেন, ‘বয়সের কারণে কোনো কাজকর্ম করতে পারি না। আমি আশ্রয়ণ প্রকল্প ১-এর বাসিন্দা। এই পাঞ্জাবি দিয়ে এবার ঈদ করতে পারব।’

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা