ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রে সালমান ফারসির ‘দ্য অ্যাম্বুলেন্স ড্রাইভার’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়াতে ড্যাফোডিল বন্ধুসভার পাঠের আসরছবি: অদিত আল নাফিউ

তরুণ লেখক সালমান ফারসির থ্রিলার উপন্যাস ‘দ্য অ্যাম্বুলেন্স ড্রাইভার’ নিয়ে পাঠচক্র করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ২৪ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা বনমায়াতে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সভাপতি সাব্বির আহমেদ।

আলোচনায় লেখক সম্পর্কে বন্ধুরা বলেন, থ্রিলিং গল্পের মাধ্যমে দেশের অনাকাঙ্ক্ষিত এবং রোমহর্ষক ঘটনাগুলো তুলে ধরতে সালমান ফারসি মনোযোগ দিয়েছেন। পাঠকের চোখে বইটি নিছক রুপকথা হয়ে ধরা দিলেও লেখকের চোখে তা নিছক কিছু নয়। বরং সমাজের বাস্তব ঘটনাগুলোর প্রতিফলন উঠে আসে।

পাঠচক্র শেষে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ

বইটি নিয়ে আলোচনার পর অনুষ্ঠিত হয় বন্ধু আড্ডা। আলোচনা করেন কার্যনির্বাহী সদস্য মুশফিক জামাল ও ম্যাগাজিন সম্পাদক সালমান ফারসি। এরপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বিজয়ী তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন বন্ধু রিদওয়ান হোসেন, হেরেনা আক্তার ও মোফাখখারুল ইসলাম।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক ঈশিতা মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, বইমেলা সম্পাদক রাকিবুল হক, কার্যনির্বাহী সদস্য শেখ আল মুসাভভির, বন্ধু মানিহা আক্তার, ইশরাত জাহান, তাসফিয়া তাবাসসুম ও সাব্বির হোসেনসহ অন্যান্য বন্ধুরা।