বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফা রচিত ‘গাভী বিত্তান্ত’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৮ অক্টোবর বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাউনিতে এটি অনুষ্ঠিত হয়।
প্রথমেই বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম। তারপর অন্য বন্ধুরা বই ও লেখক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির পরিপ্রেক্ষিতে রচিত ‘গাভী বিত্তান্ত’ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক কাজগুলোর একটি। এই উপন্যাসে চিত্রায়িত হয়েছে একজন উপাচার্যের গোলামি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি।
মিয়া মুহাম্মদ আবু জোনায়েদ ঘটনাচক্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যান। তাঁর এই নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ নানা রাজনীতিপ্রবাহ চলতে থাকে। তিনি এক ঠিকাদারকে তাঁর গাভি পালনের শখের কথা বললে ঠিকাদার গাভি ও গোয়ালঘরের ব্যবস্থা করে দেয়। এই গাভিকে নিয়ে ঘটনাপ্রবাহ চলতে থাকে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান, ২০২৩ কমিটির সভাপতি সিফাত আব্দুল্লাহ, বর্তমান সভাপতি জাকারিয়া জাকি, সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বন্ধু নাহিদ আরিফ, আব্দুর রহমান, মাজেদা বেগম, রওশন আরাসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা