স্বাস্থ্যসচেতনতায় মাসিক ও জরায়ু ক্যানসারবিষয়ক সেমিনার

কুষ্টিয়া মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুষ্টিয়া বন্ধুসভার উদ্যোগে নারীদের স্বাস্থ্যসচেতনতায় মাসিক ও জরায়ু ক্যানসারবিষয়ক সেমিনারছবি: বন্ধুসভা

স্কুলে পড়ার সময় থেকেই বা এই বয়স থেকেই নারীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা উচিত বলে মনে করেন কুষ্টিয়া মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীম। ৬ ফেব্রুয়ারি স্কুলটিতে কুষ্টিয়া বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত নারীদের স্বাস্থ্যসচেতনতায় মাসিক ও জরায়ু ক্যানসারবিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রধান আলোচক ডা. মনিরা ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে জরায়ু ক্যানসার, এর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের মাসিক ও জরায়ু ক্যানসারবিষয়ক নানা প্রশ্নেরও উত্তর দেন।

শিক্ষার্থীদের স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

আয়োজন সহযোগী হিসেবে ছিল এস এম সি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির বিপণন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, ভালো চিকিৎসক, শিক্ষিকা ও সফল দেশপ্রেমিক হতে সাহস ও সুস্বাস্থ্য জরুরি। সুস্বাস্থ্য নারীদের সফলতায় এগিয়ে যেতে সাহায্য করে।

প্রথম আলোর আঞ্চলিক বিজ্ঞাপন সহযোগী রুহুল আমিন শিক্ষার্থীদের প্রথম আলোর শিক্ষা পাতা ও স্বাস্থ্যসেবা ‘ভালো থাকুন’ নিয়ে আলোচনা করেন। কুষ্টিয়া বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত আরা ঊষা শিক্ষার্থীদের বলেন, ‘মাসিক বা পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়। তোমরা অবশ্যই এমন সমস্যায় মায়ের সঙ্গে আলোচনা করবে।’

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মধ্যে সুস্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন বন্ধু সুমাইয়া, সোমা, মিমি, মেঘ, লাকী ও ঋতু। সমাপনী বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অর্নব।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা