আনন্দ আড্ডা, খোশগল্প ও ঈদের স্মৃতি রোমন্থনের মাধ্যমে ঈদ পুনর্মিলনী করেছে রংপুর বন্ধুসভা। ২৩ জুন বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধুদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। এরপর একে একে সবাই ঈদের অনুভূতি ব্যক্ত করেন।
কোরবানির মাংস অস্বচ্ছল ও আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার অনুভূতির কথা উঠে আসে বন্ধু তাসফিয়া খন্দকারের কণ্ঠে। ঈদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বন্ধু আয়েশা সিদ্দিকা বলেন, ‘এবার ঈদে আমি বাসায় মায়ের সব কাজ একাই করেছি। আনন্দ নিয়ে মেহমানদারি করেছি। মাংস নিয়ে আত্মীয়দের বাসায় বাসায় ঘুরেছি।’
এ ছাড়া অন্য বন্ধুরা তিস্তা নদীতে নৌকাবাইচের রোমাঞ্চের কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক সংগীতা দাশ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন।
ঈদ পুনর্মিলনীর আনন্দমুখর আড্ডায় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মেজবাহুল মোর্শেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল আহাদ, কার্যনির্বাহী সদস্য জাহিদ জেমস, বন্ধু রেহেনা পারভিনসহ অন্য বন্ধুরা।
সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা