বরিশালের গৌরনদী উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত ১৩টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল এসব বিতরণ করেন বন্ধুরা।
এর মধ্যে ১০টি পরিবারকে চাল, ডাল, পোলাও চাল, সয়াবিন তেল, লবণ, সাবান, চিনি, গুঁড়া দুধ ও সেমাই দেওয়া হয়। আরও ৩টি পরিবারের সদস্যদের উপহার হিসেবে দেওয়া হয় শাড়ি ও লুঙ্গি। খাদ্যসামগ্রী পেয়ে রেখা বেগম (৩৮) বলেন, ‘ঈদ নিয়ে চিন্তায় আছিলাম, কী কইরা ঈদ করমু। প্রথম আলোর কাছ থাইক্কা ঈদের পুরা বাজার পাইছি, পোলাপান লইয়া ভালোভাবে ঈদ করতে পারমু।’ একই কথা জানান অন্যান্যরা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী বন্ধুসভার সভাপতি আবদুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক রনি আহম্মেদসহ অন্য বন্ধুরা।