ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বেতাল পঞ্চবিংশতি’ বই নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৬ অক্টোবর বিকেলে জেলা শহরের সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে ছিলেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আনিফ রুবেদ। তিনি বলেন, ‘“বেতাল পঞ্চবিংশতি” সুখপাঠ্য। এটি একটি অনুবাদগ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দি গ্রন্থ “বেতাল পঁচিশী” থেকে বাংলায় অনুবাদ করেন। তাঁর সময়ে বইটি খুব জনপ্রিয় হয়েছিল এবং এখনো জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বইটির চিত্তাকর্ষক গল্প বয়ান এবং প্রতিটি গল্পের শেষে একটি করে প্রশ্ন পাঠককে চরম ঘোরের মধ্যে আটকে রাখে। বিদ্যাসাগরের গদ্যও চমৎকার এবং সুললিত। বইটি পাঠ করলে আনন্দ যেমন মেলে, তেমনভাবেই পাঠকের চিন্তাক্ষমতাকেও শাণিত করে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফাতিমা খাতুন, ফাবিহা ফারজানা, আল মাহমুদ, নাফিউল ইসলাম, মঈন আলী, সাকিব হাসান, জোবায়ের আহমেদ, সোহান আলী, অলিদ আহমেদ, রাকিবুল হাসান, সৈয়দ নুরুল আমিরুল মোমেনীনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা