পার্বত্য এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বন্ধুরা ভূমিকা রাখতে পারেন
রাঙামাটি বন্ধুসভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম আলো রাঙামাটি অফিসে এটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, রাঙামাটি বন্ধুসভার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা।
সাক্ষাতে নেওয়াজুল মওলা বন্ধুসভার চারটি মূল কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান। বন্ধুদের দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও যূথবদ্ধতা একটি বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, ‘সময়ের সাহসী ও সেরা তরুণেরাই বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা বিভিন্ন গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে চলেছেন। রাঙামাটি বন্ধুসভার বন্ধুরা এ ক্ষেত্রে আরও বেশি অগ্রগামী এবং এর মাধ্যমেই তাঁরা সেরাদের সেরা হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’
পাশাপাশি নেওয়াজুল মওলা পাঠচক্রের গুরুত্ব তুলে ধরেন এবং বন্ধুদের গল্প, প্রবন্ধ, কবিতা, ভ্রমণকাহিনিসহ নানা ধরনের ফিচার লেখার প্রতি উৎসাহিত করেন। এ ছাড়া প্রতিটি আয়োজনের পর নিউজ তৈরি করে তা বন্ধুসভা ডেস্কে পাঠানোর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বন্ধুসভার পাতায় নিয়মিত লেখালেখি করার মাধ্যমে পার্বত্য এলাকার যে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, তা বৈশ্বিক পরিসরে তুলে ধরতে রাঙামাটি বন্ধুসভার বন্ধুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
প্রথম আলো রাঙামাটির প্রতিনিধি সাধন বিকাশ চাকমা বলেন, ‘তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি বন্ধুসভা অনেক এগিয়ে আছে। একনিষ্ঠভাবে বন্ধুরা কাজ করে যাচ্ছেন। সামনের দিনগুলোয় কার্যক্রম বিস্তৃত করতে আরও সক্রিয় কর্মী সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
রাঙামাটি বন্ধুসভার উপদেষ্টা মিতু চাকমা বলেন, ‘আমি ২০১৬ সাল থেকে বন্ধুসভার সঙ্গে যুক্ত আছি। বন্ধুসভার সব কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। সামনের দিনগুলোয় পুরোনো বন্ধুদের সম্পৃক্ততা বাড়াতে আমরা আরও বেশি মনোযোগী হব।’
সাধারণ সম্পাদক ত্রিবেণী চাকমা বলেন, ‘রাঙামাটি বন্ধুসভা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনেক সুযোগ রয়েছে। সবাই মিলে সমন্বিতভাবে সব কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করব।’
এ সময় অর্থ সম্পাদক বাবুল মারমাসহ অন্য বন্ধুরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। শেষে সাধারণ সম্পাদক ত্রিবেণী চাকমা বন্ধুদের গান গেয়ে শোনান।
সভাপতি, রাঙামাটি বন্ধুসভা