ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে মিরপুর বন্ধুসভা। ৭ এপ্রিল রাজধানীর মিরপুরের উষা শিক্ষা নিকেতন মাঠে কোমলমতি শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। পাশাপাশি শিশুদের সালামিও দেন বন্ধুরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত জিনবোধি ভিক্ষু, মিরপুর সমাজকল্যাণ সেবা সংঘের সাবেক মহাসচিব মো. নুরুল আমিন ও উষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মো. রুবেল হোসেন।
বন্ধুসভার এই আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে অধ্যাপক জিনবোধি ভিক্ষু বলেন, ‘মানবিক কাজে এগিয়ে আসা ও সমাজে মানবিক মানুষ তৈরি করতে বন্ধুসভা কাজ করছে জেনে খুবই ভালো লাগল। মিরপুর বন্ধুসভার সঙ্গে সংশ্লিষ্ট থেকে যারা কাজ করছে, তাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে এসে শিশুদের হাসি দেখে শান্তি লাগছে।’
মো. নুরুল আমিন বলেন, যারা অর্থের অভাবে সুন্দর জামাকাপড় পরিধান করতে পারে না, ভালো খাবার খেতে পারে না; সেসব মানুষের পাশে দাঁড়িয়েছে মিরপুর বন্ধুসভা। এটা ভালো লাগার কাজ। প্রথম আলো বন্ধুসভার এই মানবিক কাজ অব্যাহত থাকুক।
মো. রুবেল হোসেন বলেন, ঈদ উপলক্ষে কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটিয়েছে মিরপুর বন্ধুসভা। বন্ধুরা তাঁদের অর্থ ও শ্রম দিয়ে মহৎ কাজগুলো করে যাচ্ছেন, যা প্রশংসার দাবিদার।
মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, ‘বন্ধুসভা সহমর্মিতার ঈদের মতো প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে। মানবিক মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সেই পথেই বন্ধুরা এগিয়ে যাচ্ছে।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া বলেন, ‘ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে ঈদ উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। তাদের হাস্যোজ্জ্বল মুখগুলো মনে প্রশান্তি বয়ে আনে।’
পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে কাজ করেছেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আব্দুস সোবহান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া, বন্ধু আদিত্য কুমার দে ও বন্ধু আলামিন মৃধা।
বন্ধু, মিরপুর বন্ধুসভা