বিভিন্ন বয়সী মানুষের বিনা মূল্যে চোখের ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা করেছে সাতক্ষীরা গ্রীন চক্ষু হাসপাতাল। দ্য সুন্দরবানস অর্গানাইজেশনের উদ্যোগে এই কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করেছেন খুলনা বন্ধুসভার বন্ধুরা।
২৬ জুন সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই মেডিকেল ক্যাম্প। বন্ধুসভার বন্ধুরা রোগীদের নাম তালিকাভুক্ত করেন, প্রাথমিকভাবে চোখের দৃষ্টি পরীক্ষার পরের ধাপে ডাক্তারের মাধ্যমে আবারও চোখ পরীক্ষা করানোর ব্যবস্থা করান। যাঁদের চোখে ছানি ধরা পড়েছে, তাঁদের কোন রুমে যেতে হবে এবং পরে কী কাজ করতে হবে—এসব বিষয়ে সহায়তা করেন।
এ বিষয়ে খুলনা বন্ধুসভার সহসভাপতি পল্লিচিকিৎসক শেখ হাফিজুর রহমান বলেন, ‘এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন। আমরা খুলনা বন্ধুসভার বন্ধুরা সব সময় এ ধরনের সামাজিক কাজের প্রতি আগ্রহী। চোখ মানুষের অমূল্য সম্পদ। এমন ক্যাম্পেইন অব্যাহত থাকুক।’
মেডিকেল ক্যাম্পের সহযোগী হিসেবে আরও ছিল যুব সংগঠন ইয়্যুথ ফোর্স, এপিওএস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, ক্লিন আপ খুলনা, উইথ শি, রঙ্গমহল ফর ইয়্যুথ, সংযোগ ও সিআরসি।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা