আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প নিয়ে পাঠচক্র

অনলাইনে গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৬ মার্চ রাত ৯টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয় ছিল আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প।

পাঠচক্রে ‘রেইনকোট’ গল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব ও গল্পের গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

অনলাইনে গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র।

আলোচক হিসেবে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। তিনি গল্পের বিষয়বস্তু, সামাজিক প্রেক্ষাপট ও লেখকের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বিশ্লেষণে উঠে আসে, গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের চিত্রায়ণ ও স্বাধীনতার আদর্শের সঙ্গে এর সম্পর্ক।

এ ছাড়া উপস্থিত অন্য বন্ধুরা গল্পের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা